UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের সরকার আ’লীগ সরকার : এমপি বাবু

koushikkln
ডিসেম্বর ৩১, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কর্মকার, কপিলমুনি(খুলনা) : খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, উন্নয়নের সরকার আ’লীগ সরকার তথা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। আ’লীগ সরকার পাইকগাছা-কয়রায় ব্যাপক উন্নয়ন করেছে। দেশ ও গণমানুষের স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিজয় মিছিল শেষে কপিলমুনির বিনোদ চত্ত্বরে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

কয়েক হাজার লোকের অংশ গ্রহণে মিছিলটি কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু, আ’লীগ নেতা আনিচুর রহমান মুক্ত, সমিরণ সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, কপিলমুনি প্রেসক্লাব সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, আ’লীগ নেতা জাফরুল ইসলাম পাড়. মোশারফ হোসেন, প্রভাষক মইনুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, শংকর দেবনাথ, গাজী মিজানুর রহমান, আঃ সাত্তার, নির্মল বৈদ্য, মঙ্গল কুমার মন্ডল, এম এম আজিজুল হাকিম, আঃ হালিম খাঁ, মানবেন্দ্র মন্ডল, সাইদুর রহমান কালাই, সাহীন সানা, বিদ্যুৎ কুমার মন্ডল, শওকত হাওলাদার, আল আমীন মোড়ল, মৃগাঙ্গ মন্ডল, নূরুল ইসলাম, ফেরদৌস ঢালী, পলাশ বাছাড়, আব্দুল গফ্ফার মোড়ল, আনারুল ইসলাম, মনি গাজী, মাহফুজ মিথুন, নাজমা কামাল, রাবেয়া বেগম, রায়হান পারভেজ রনি, আমিনুল ইসলাম বাদল, সাব্বির হোসেন, তরিকুল ইসলাম, ইমরান মোল্ল্যা, আজমল হোসেন বাবু প্রমুখ।