UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: এমপি সালাম মূর্শেদী

koushikkln
জানুয়ারি ১, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতিযোগিতায় সকল ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং সারা দেশের ন্যায় তেরখাদার সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক নতুন ভবনসহ ভৌত অবকাঠামগত উন্নয়ন, নতুন নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ,শিক্ষার্থীদের মাঝে বৃত্তি-উপবৃত্তি প্রদান,বিনা বেতনে পড়ার সুযোগ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।যেখানে বিগত জামাত-বিএনপি সরকারের আমলে শিক্ষার্থীরা সময় মত বই পেত না,ভৌত অবকাঠামগত একাডেমিক ভবনসহ শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের অবস্থা ছিল খুবই নাজুক।সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত দক্ষ সাহসী নেতৃত্বের এর কারণে বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সহ যুগউপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নানা কর্মসূচি গ্রহণ করার ফলে বর্তমান সরকারের আমলের শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যার সুফল দেশের জনগণ ইতিমধ্যে পাচ্ছে।সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় তেরখাদার আয়োজনে রবিবার (১- জানুয়ারি) সকাল দশটার সময় বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব দিবসে টেলিকনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য যে এদিন উপজেলা সদর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়,নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসা, তেরখাদা ও কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল পর্যায়ের মাধ্যমিক স্কুল,মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত পাঠ্যপুস্তক উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।