UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদায় শীতবস্ত্র বিতরণ 

koushikkln
জানুয়ারি ১, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি:খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ ও লালন করে দেশের অসহায় দুস্থ দরিদ্র নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।এ সময় তিনি যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন সর্বদা খেয়াল রাখতে হবে যেন তেরখাদার কোন অসহায় দরিদ্র মানুষ ও অর্থাভাবে না খেয়ে এবং শীতে যেন কষ্ট না পায়।

উপজেলা যুবলীগের আয়োজনে ০১ জানুয়ারি রবিবার বিকাল চারটার সময় ডাকবাংলা পরিষদ চত্বরে যুবলীগের পক্ষ থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন। উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমানের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল আলম বাবর, মোল্লা জাহিদ হাসান,এফ এম মনিরুজ্জামান,সোহেল রানা,রাসেল মুন্সী, আহাদ কালু, কামরুল গীতিদার, মাফিজ লস্কর, শেখ আব্দুল কাদের সুজ্জল, মিল্টন হোসেন, কাজী বিপ্লব,জাহিদুল হোসেন, কল্লোল হোসেন, রাসেদ সরোয়ার সুমন,তৌহিদুল ইসলাম,সজিব,মাহবুব হোসেন, মিনারুল, ইকরাদুল মেম্বার, সরদার মনজুরুল হোসেন,শাকির হোসেন সহ ইউনিয়ন ও উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃ