UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লাইনচ্যুত বগি উদ্ধার : খুলনায় ট্রেন লাইন স্বাভাবিক

koushikkln
জানুয়ারি ২, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে। খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় শান্তাহার থেকে ছেড়ে আসা একটি তেলবাহী খালি ট্রেনের পেছনের বগি (গার্ড রুম) লাইনচ্যুত হয়।

ওসি জানান, শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী একটি খালি ট্রেনের পেছনে বগি (গার্ড রুম) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় লাইনচ্যুত হয়। বিকাল সাড়ে চারটার দিকে বগিটি ফের লাইনের উপরে উঠানো হয়। বিকাল চারটায় খুলনা থেকে সাগরদাঁড়ি নামে একটি আন্ত : নগর ট্রেন ছেড়ে যায়। সোমবার সাপ্তাহিক ছুটি থাকায় সেটিও বন্ধ রয়েছে। ফলে ট্রেন চলাচলে কোনো বিঘœ ঘটার সম্ভাবনা নেই।