UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ঝুট গোডাউনে আগুন, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

usharalodesk
জানুয়ারি ৭, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার আড়ংঘাটায় পাটের ঝুট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এর আগে দুপুর আনুমানিক সাড়ে ১২টায় আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে থেমে থেমে গোডাউন থাকা ঝুট থেকে আগুন জ্বলছে। বর্তমানে আগুন নির্বাপনের কাজ চলছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আড়ংঘাটা সড়কের বকুলতলা এলাকায় মো. সেলিম শেখের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আড়ংঘাটা বকুলতলা এলাকায় পাটের ঝুট গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। বয়রা, খালিশপুর ও টুটপাড়া স্টেশনের সাতটি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমাদের শার্ট ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন নির্বাপণের কাজ চলছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হবে।

তিনি আরো বলেন, এখানে এসে গোডাউনের কাউকে পাওয়া যায়নি। আমরা নিজেরাই টিন সরিয়ে কাজ করছি।

আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য মো: আল আমিন বলেন, দুপুর ১২টার পর গোডাউন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বসতি এলাকায় গোডাউন করা হয়েছে। এখানে এরআগেও কয়েকবার আগুন লেগেছিল। আগুনে গোডাউনের আশপাশের কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।