UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ৮, ২০২৩ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন কামাল, মিরাজ হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, আকতার হোসেন ও গোলাম সরোয়ার কবির, দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।বর্ধিত সভায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার সকল থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা বক্তব্য রাখেন।

জানা গেছে, ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওই দিন সকালে জাতির পিতার প্রতিকৃতে শ্রদ্ধা, বিকেলে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ, ১১ জানুয়ারি বিএনপির গণঅবস্থান বিরুদ্ধে সর্তক অবস্থান বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া ১১ জানুয়ারি প্রতিটি থানা-ওয়ার্ডের নেতাকর্মীদের ব্যাপকভাবে অংশগ্রহণ নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়।

ঊষার আলো-এসএ