UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২১নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ২০, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : ২১নং ওয়ার্ড জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গাজী খোকনের সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু।

সম্মেলনের উদ্বোধন করেন মহানগরের আহ্বায়ক এড. মহানন্দ সরকার।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক এড. অচিন্ত্য কুমার দাশ, অধ্যাপক গাউসুল আজম, জেলা দপ্তর সম্পাদক রহমত আলী খান, সদর থানা সাধারণ সম্পাদক কাজী হাসানুর রশীদ রাসেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন যুব সংহতির মহানগর সভাপতি তোবারক হোসেন তপু, সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, জাপা নেতা মাজাহার জোয়ার্দ্দার পান, অপূর্ব দত্ত নেকু, এজাজ আহমেদ, মো: মুনসুর, গাজী মোশারেফ, মনির মৃধা, শেখ মো: আব্দুস সামাদ, মো: শাজাহান হোসেন, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম রকি, সরোয়ার হোসেন, আবুল হোসেন, রুহুল আমিন, আব্দুল গফ্ফার সিকদার, মো: শাজাহান সরদার, এনায়েত হোসেন, মো: ইয়াসিন, নজরুল ইসলাম, তৈয়ব সরদার, আজিজ মুন্সি, শাহিনুর বেগম, এমদাদুল হক সরদার প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী খোকনকে সভাপতি ও জুয়েল শরীফকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি খুলনা সদর থানার ২১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।