UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় সড়কে ইট রাখায় এক ব্যক্তিকে জরিমানা

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সড়কে ইট রেখে জন সাধারণের চলাচল বিঘ্নিত করায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন সড়কে জুলফিকার নামে জনৈক ব্যক্তি তার বসতবাড়ী নির্মাণের জন্য ভাটা থেকে আনা বিপুল পরিমাণ ইট বসতবাড়ীর সামনের সড়কে মজুদ করে রাখে। এতে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থলে গিয়ে সড়ককে ইট রাখার দায়ে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর আওতায় বাড়ীর মালিক জুলফিকারকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহীম।