পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বাণী অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুস্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসদরের ইউনিভার্স্যাল এডাস স্কুলে বাণী অর্চনার আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, গাজী শহিদুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, দীপংকর মন্ডল, শিক্ষক অতীষ সরকার, শিউলি বিশ্বাস, প্রভাবতী স্বর্নকার, তানসিনারা ইসলাম লাবু, অঞ্জনা মুখার্জী, সৌরভ সানা, পুলকেষ মন্ডল, ফারহানা ফেরদৌস, আখী মন্ডল, অভিভাবক সমর দাশ, হৈমন্তী মন্ডল, রানু মন্ডল, সীমা দাশ, ববিতা সরকার, ব্রাম্মন বিপুল চক্রবর্তী।