UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ধানখেতে মিলল গৃহবধূর মরদেহ

ঊষার আলো
জানুয়ারি ৩১, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার পাইকগাছায় তাজমিরা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদখালীর ধামরাইলের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তাজমিরা বেগম উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবাইদুল্লার স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তাজমিরা স্থানীয় একটি ইটভাটায় বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি বাড়ি থেকে ইটভাটার উদ্দেশ্যে বের হন। এরপর তাদেরই ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, সংবাদ পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইলের একটি ধানখেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ওবায়দুল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঊষার আলো-এসএ