UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি বছরে ২৩ বিলিয়ন ডলার ক্ষতি হুয়াওয়ের

usharalodesk
মে ২, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা মার্কিন নিষেধাজ্ঞার ফলে চলতি বছরের প্রথম ৩ মাসেই ব্যাপক ক্ষতির সম্মুক্ষিন হয়েছে। জানুয়ারি থেকে মার্চের এ ৩ মাসেই প্রায় ১৭ শতাংশ বিক্রি কমেছে। যার পরিমাণ দাঁড়ায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার বা ১৫২.২ বিলিয়ন ইয়ান।

এছাড়াও হুয়াওয়ে যেন স্মার্টফোন এবং এর সাথে যুক্ত কোনও যন্ত্রাংশ তৈরি করতে না পারে, তারজন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে বরাবরই হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি বলে আসছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশেই হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়। পরে নতুন প্রেসিডেন্ট আসার পরেও সেই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

রোটেটিং চেয়ারম্যান ২৮ এপ্রিল একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘হুয়াওয়ের জন্য ২০২১ সাল একটি চ্যালেঞ্জে ভরা বছর। কিন্তু এটি কোম্পানির ভবিষ্যতের জন্য এক সুস্পষ্ট কৌশলের সূচনাও চিহ্নিত করছে। নিষেধাজ্ঞার কবলে থাকা অবস্থাতে সরবরাহের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের দিকে মনোনিবেশ করে যাবে হুয়াওয়ে।’

(ঊষার আলো-এফএসপি)