UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের পূর্বে বকেয়া পরিশোধ করার হুশিয়ারী শ্রমিকদের

usharalodesk
মে ২, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : মহান মে দিবস উপলক্ষে বেসরকারী পাট-সুতা-বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর উদ্যোগে শনিবার (১ মে) সকাল ৯টায় শিরোমনি শিল্পাঞ্চল এলাকার গাফফার ফুড মোড়ে শ্রমিক ফেডারেশন এর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মহান মে দিবসের একটি র‌্যালি বের করে শ্রমিকরা, র‌্যালিটি গাফফার ফুড মোড় থেকে শুরু হয়ে মহসেন জুট মিলের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।
বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সহ সভাপতি কাবিল আহম্মেদ, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালি জুট মিলের শ্রমিক নেতা মোঃ বাবুল, মোঃ কাশেম, আমির মুন্সি, বাবুল হোসেন, নরেশ চন্দ্র, আঃ রহমান প্রমুখ। সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন করোনা কালিন সময়ে চরম খাদ্যকষ্টে দিন কাটছে শ্রমিক পরিবারের, অথচ মহসেন, সোনালি, এ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্সসহ বন্দকৃত সকল মিলের মালিকের কাছে শ্রমিকের গ্রাচুটিসহ চুড়ান্ত পাওনা বছরের পর বছর পরে রয়েছে, মালিকপক্ষ শ্রমিকের পাওনা পরিশোধের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি, শ্রমিক কর্মচারিদের পাওনা পরিশোধে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন। শ্রমিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ঈদের পুর্বে শ্রমিকের বকেয়া পাওনাসহ যাবতীয় পাওনাদী এককালিন পরিশোধ করা না হলে মিরেরডাঙ্গাসহ আটরা শিল্প এলাকার সকল বেসরকারি জুট মিল শ্রমিক কর্মচারীরা রাজপথে পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করবে।

(ঊষার আলো-এমএনএস)