ঊষার আলো ডেস্ক : ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বড় বাজার পরিদর্শন করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নগর বিএনপি নেতৃবৃন্দ বাজারে যান এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলেন। তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ও প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, বদরুল আনাম খান, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধূরি হাসানুর রশীদ মিরাজ, সদস্য নাজির উদ্দিন নান্নু, মজিবর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস সহ ২১ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।