UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অধৈর্য না হয়ে উপদেষ্টাদের ওপর আস্থা রাখার আহ্বান আজহারীর

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২১, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

দাবি-দাওয়া নিয়ে অস্থির না হয়ে উপদেষ্টাদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেশবাসীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন?

পোস্টে আজহারী লিখেছেন, ‘উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন। আর একদল আছে তাদের দাবি-দাওয়া নিয়ে।’

তিনি আরও লিখেছেন, ‘ওনারা (উপদেষ্টারা) রোবট নন। ওনাদের সময় দিন। অধৈর্য হবেন না। আস্থা রাখুন।’

এর আগে (১৪ আগস্ট) আরেক পোস্টে আজহারী বর্তমান সরকারের প্রতি ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে লিখেছিলেন, ‘নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে, সুষ্ঠু আইনি প্রক্রিয়া অনুসরণ করে, সকল অপরাধের বিচারিক কার্যক্রম পরিচালিত হোক। কোন অপরাধীর উপর যেন বিন্দু পরিমাণ জুলুম না হয়। প্রত্যেকে কেবল তার প্রাপ্যটা বুঝে পাক।’