UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশ ডেভিল হান্ট : খুলনায় আটক ৪

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অপারেশন ডেভিল হান্টে সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কেএমপির পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে পবিত্র রায় (৪৫), জয়ন্ত কুমার দাস (৩৮), মো: ইশারাত হোসেন (৪৫) এবং শাহাদাত হোসেন মিনা (৫৫)। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও বিভিন্ন পদে ছিলেন।
কেএমপির এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবীব মঙ্গলবার দুপুরে জানান, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অপারেশ ডেভিল হান্টে খুলনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত পবিত্র রায় হরিনটানা থানাধীন মধ্য রাজবাধ এলাকার বাসিন্দা মনোরঞ্জন রায়ের পুত্র। সে বটিয়াঘাটা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপ গোলদারের একান্ত সহযোগি এবং আওয়ামী রাজনৈতিক দলের সক্রিয় সন্ত্রাসী সমর্থক ছিলেন। তার বিরুদ্ধে খালিশপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
জয়ন্ত কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট থানার ভট্রখামার গ্রামের বাসিন্দা দেব প্রসাদ দাসের পুত্র। তার বিরুদ্ধে খুলনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে ফকিরহাট থানার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের আহবায়ক ছিলেন। মো: ইশারাত হোসেন লবনচরা থানাধীন মোজাহিদ পাড়া রহমতিয় মসজিদ সড়ক এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার পুত্র। সে নগরীর ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন মিনা দৌলতপুর থানাধীন মধ্যপাড়া কুয়েট এলাকার বাসিন্দা মো: ইউসুফ সরদারের পুত্র। সে দৌলতপুর থানাধীন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং এই ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে খালিশপুর থানা ও আড়ংঘাটা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এদেরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঊআ-বিএস