ঊষার আলো ডেস্ক : অবৈধ ট্রলি চালাচল নিষিদ্ধের দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এক যুক্ত বিবৃতিতে বলেন, স্থানীয় ভাবে মনগড়া পদ্ধতিতে প্রস্ততকৃত অবৈধ ট্রলি সড়ক, মহাসড়ক, শহরের প্রাণকেন্দ্রে দাফিয়ে বেড়াচ্ছে অবাধে। বিকট শব্দের এই অবৈধ বাহনটি সাধারনত ইট, বালি বহনের কাজেই বেশি ব্যবহৃত হয়। এর উচ্চ শব্দে মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি হয়। এর শব্দে বিশেষ করে হৃদরোগী, বয়বৃদ্ধ, শিশুদের মধ্যে রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়। এর মারাত্মক কালো ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। ব্রেক বিহীন এ বাহনটি প্রায়শই সড়কে দূর্ঘটনা ঘটিয়ে থাকে। ট্রলি দূর্ঘটনায় জীবন হানীর ঘটনা নেহায়েত কম নয়। ছোট খাটো দূর্ঘটনা ঘটে থাকে প্রতিনিয়তই। এ বাহনটির চালকও প্রশিক্ষণ ও লাইসেন্স বিহীন। পাশ-পারমিট বিহীন অবৈধ বাহনটিতে কোন নম্বর প্লেট বা রেজিষ্ট্রেশন না থাকায় দূর্ঘটনা ঘটানোর পরে আইনের আওতায় আনাও কষ্টসাধ্য।
বিবৃতিতে বলা হয়, প্রশাসনের নাকের ডগায় বিনা বাঁধায় রহস্যজনকভাবে চলছে বাহনটি। ঘটাচ্ছে বিভিন্ন প্রকার দূর্ঘটনা। নেতৃদ্বয় এ অবৈধ ট্রলি বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।