ঊষার আলো ডেস্ক : শুক্রবার (১৬ জুলাই ) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা পরিচালিত আল-কারীম অক্সিজেন সেবার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। আল-কারীম অক্সিজেন সেবা খুলনাতে ফ্রী অক্সিজেন সেবার সাথে মৃত্যুদের গোসল ও দাফন এবং ব্লাড সেবা দিয়ে চলেছে, ঈদুল আজহা উপলক্ষে কিছু কর্মসূচি গ্রহণ করেছে ঈদের আগের দিন ২০ জুলাই মঙ্গলবার পথশিশুদের মাঝে নুতন কাপড় বিতরণ, ঈদের দিন ২২ জুলাই সকালে রান্না সেমাই বিতরণ এবং ঈদের দিন দুপুরে ছিন্নমূল মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হবে।
আমাদের আল-কারীম অক্সিজেন সেবা পেতে যোগাযোগ ০১৭১২৮৬৪০৭৭, ০১৭১১২৪৮৩২১, ০১৭১৬০১২২৫৫ এ নাম্বারে ফোনে দিলেই আমাদের সেচ্ছাসেবীরা সেবা নিয়ে উপস্থিত হবেন।
উপস্থিত ছিলেন পরিচালক আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সহকারী পরিচালক মুফতী মাহবুবুর রহমান সমন্বয়কারী শেখ মোঃ নাসির উদ্দীন, আবু বেলাল, মাওলানা আব্বাস আমীন, মুফতী শেখ আমীরুল ইসলাম, ফেরদাউস গাজী সুমন, ইব্রাহিম ইসলাম আবীর, মোমিন ইসলাম নাসিব, মোঃ আরিফুল ইসলাম, নাজমুল ইসলাম, সাব্বির আহমাদ, উসামা আবরার, হাবিবুল্লাহ মেসবাহ, সোহেল তানভীর সহ প্রমূখ