ঊষার আলো ডেস্ক : ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ঠাকুরনতলায় রংপুর তরুন সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ একটি অসম্প্রদায়িক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সময়ে এদেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। এ সরকারের আমলে বিগত দিনের ন্যায় সকল ধর্মের মানুষ নির্বিঘেœ তাদের সকল ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবে। দেশের এই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পূনরায় দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এর বিকল্প নেই।
রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল এর সভাপতিত্তে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য মোঃ জামিল খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামী লীগ নেতা অখিল কুমার বসাক, চিত্তরঞ্জন বালা, ফাল্গুনী মল্লিক, আশিষ কবিরাজ, গৌড়পদ ঢালী, দ্বীপ পান্ডে বিশ্ব, চিশতি নাজমুল বাসার স¤্রাট, দেবাশিষ বিশ্বাস প্রমুখ।