UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামীকাল খুবির শিক্ষক সমিতির নির্বাচন, ১৩ পদে প্রার্থী ২৬ জন

pial
ডিসেম্বর ১৪, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামীকাল ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন। সভাপতি পদে দুজন প্রার্থী হলেন প্রফেসর ড. এস এম ফিরোজ ও প্রফেসর শেখ মাহমুদুল হাসান। সহ-সভাপতি পদে প্রার্থী হলেন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও প্রফেসর শরীফ মোহাম্মদ খান। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়াদ্দার ও সহযোগী অধ্যাপক মোঃ সালাহউদ্দিন।

কোষাধ্যক্ষ পদে প্রার্থী হলেন প্রফেসর ড. আরিফুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ শামীম আহসান। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. সাঈদা রেহানা ও প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রফেসর ড. শিমুল দাস। কার্যনির্বাহী সদস্য পদে ৬টি পদের জন্য ১২জন প্রার্থী হলেন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, সহকারী অধ্যাপক ফাল্গুনী আক্তার, প্রভাষক কে এম আব্দুল্লাহ আল-আমীন রাব্বি, সহকারী অধ্যাপক মোঃ আশফিকুর রহমান, প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, সহকারী অধ্যাপক রুমানা রহমান এবং প্রফেসর শেখ মোস্তাফিজুর রহমান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির, প্রফেসর ড. খান মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. মণিশংকর মন্ডল এবং সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ।

(ঊষার আলো-এফএসপি)