UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ মামুনুল হকের রিমান্ড শুনানি, নিরাপত্তা জোরদার আদালত প্রাঙ্গণে

usharalodesk
এপ্রিল ২৬, ২০২১ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের মতিঝিল থানা করা নাশকতা মামলায় রিমান্ড শুনানি আজ ২৬ এপ্রিল সোমবার । এজন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামুনুলকে হাজির করা হবে বলে জানা যায়।
আদালতপাড়া ঘুরে দেখা যায়, রায়সাহেব বাজার মোড় থেকে এলাকায় পুলিশ রয়েছে। সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ কোনও প্রয়োজন ছাড়া লোকজনকে কোর্ট এলাকাতে যেতে দেওয়া হচ্ছে না।
এর আগে ২২ এপ্রিল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মতিঝিল থানার মামলা তদন্ত কর্মকর্তা মামুনুলকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। রিমান্ড শুনানি পরে হবে বলে জানায় আদালত।
মোহাম্মদপুর থানায় চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের গত ১৯ এপ্রিল ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
১৮ এপ্রিল রবিবার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাÐবের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়ও সহিংসতা করায় একাধিক মামলায় তার নাম রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)