UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

usharalodesk
অক্টোবর ৩, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে মাঠে গড়াচ্ছে দীর্ঘদিন ধরে করোনার জন্য থেমে থাকা বিশ্বকাপ। আর এই টুর্নামেন্ট খেলতে আজ রাত পৌনে ১১টায় ওমানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের এবারের আসর খেলতে প্রথমে মাসকটে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগারদের। তারপর করোনা নেগেটিভ হলে মঙ্গলবার (৫ অক্টোবর) থেকে শুরু হবে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের অনুশীলন। সেখানে ওমানের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ৯ অক্টোবর বাংলাদেশ দল পাড়ি জমাবে আরব আমিরাতে। সেখানে আবারও এক দিনের কোয়ারেন্টাইনে থেকে আবার অনুশীলনে ফিরবে টাইগাররা।

১২ ও ১৪ অক্টোবর আবু-দাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল প্রস্তিুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর ১৫ অক্টোবর আবারও ওমানে ফিরে একদিন অনুশীলন করে ১৭ তারিখ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে টাইগাররা শুরু করবে বিশ্বকাপ যাত্রা।

বাংলাদেশ দলের সাথে ওমান যাত্রায় নির্বাচক কমিটি থেকে হাবিবুল বাশার যাবেন।

অন্যদিকে আইপিএল খেলার কারণে বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তারা সেখান থেকেই ওমানে এসে দলের সাথে সরাসরি যোগ দেবেন।

(ঊষার আলো-এফএসপি)