UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান রয়েছে : সিটি মেয়র  

koushikkln
অক্টোবর ৯, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : মিউনিসিপ্যাল গভার্ন্যন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শীর্ষক প্রকল্পের আওতায় সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার (৯ অক্টোবর) সকালে খুলনা নগর ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। খুলনাকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর নগরীতে রূপ দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য খুলনায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন। নগরীর পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুরগুলো সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেসিসি’র আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী এজাজ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আরিব-উল-জব্বার, কেসিসি’র কর্মকর্তা, প্রকৌশলীরসহ প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী সুজিত কুমার শর্মা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এই কর্মশালার আয়োজন করে।

দুপুরে সিটি মেয়র শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সদর থানার মন্দিরসমূহের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।