UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে খুবিতে শোভাযাত্রা অনুষ্ঠিত

ঊষার আলো
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শিক্ষা ডিসিপ্লিনের উদ্যোগে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এ দিবসটির গুরুত্ব তুলে ধরেন। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু করে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।