UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে : আজিজুল বারী হেলাল

koushikkln
আগস্ট ২৭, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় টানা কয়েক বছর পর শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে উপজেলা বিএনপি প্রথমে পৌরসভার পরিবহন স্ট্যান্ডের পাশে বিক্ষোভ সমাবেশের আহŸান করে। নির্ধারিত স্থানে প্যান্ডেলও করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ জঙ্গি, সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে একই দিন পৌর সদরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি আহŸান করে।

একই দিন বৃহৎ দুটি রাজনৈতিক দল কর্মসূচি আহŸান করায় সংঘাত এবং সংঘর্ষের আশঙ্কায় বিএনপি’র পূর্ব নির্ধারিত স্থানে সমাবেশের অনুমতি না মেলায় শনিবার (২৭ আগস্ট) সকালে গদাইপুর ফুটবল মাঠে তারা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে উপজেলার তৃণমূল পর্যায় থেকে হাজার হাজার নেতাকর্মী ফেস্টুন পরে অংশগ্রহণ করে। উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় এ নেতা বলেন, যে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রন রাখতে পারেনা সে সরকারের ক্ষমতায় থাকার কোন বৈধতা নেই। তিনি আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহŸান জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম বাপ্পি, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জেলা যুগ্ম আহবায়ক, জুলফিক্কার আলী জুলু, মোল্লা মোশারাফ হোসেন মফিজ, শামিম কবির, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শেখ তৈয়বুর রহমান, পৌর বিএনপির আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর এসএম ইমদাদুল হক। এ ব্যাপারে ওসি জিয়াউর রহমান জানান, বৃহৎ দুটি রাজনৈতিক দল একই দিন কর্মসূচি আহŸান করায় সংঘর্ষ এড়াতে বিএনপিকে গদাইপুর ফুটবল মাঠে সমাবেশ করতে বলা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, আমরা কোন রাজনৈতিক দলের কর্মসূচি ব্যাহত করতে নয়, আমাদের দল থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আহŸান করি।