পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার আরো ৪৭ গৃহহীন পরিবারের মাঝে মুজিব বর্ষের রঙিন ঘর প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্র উপকারভোগীদের মাঝে জমির দলিল সহ ঘর হস্তান্তর করা হয়। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক বাংলাদেশ বিনির্মানে আরো একধাপ এগিয়ে গেল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এর আগে ৩টি ধাপে উপজেলার ৫৫৬ পরিবারের মাঝে জমি সহ ঘর প্রদান করা হয়। এ নিয়ে এ পর্যন্ত ৬১৭ গৃহ ও ভূমিহীন পরিবার আপন ঠিকানা পেয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গণভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এরপর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয় ঘর ও জমির দলিল।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, এন ইসলাম সাগর, ¯েœহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা ও পূর্ণ চন্দ্র মন্ডল।