UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপাতত যোগ না দিলেও চাকরিচ্যুত হবে না পোশাক শ্রমিকরা

usharalodesk
জুলাই ৩১, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পকারখানা রোববার (১ আগস্ট) থেকে খুললেও আপাতত কেউ কাজে যোগ না দিলে চাকরি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারন তারা চাকরি হারাবেন না এমনটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গার্মেন্টস খোলার ঘোষণা দেওয়ায় শনিবার (৩১ জুলাই) ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। ঈদের সময় গ্রামে যেয়ে কঠোর বিধিনিষেধে আটকেপড়া হাজার হাজার কর্মী প্রবেশপথগুলো দিয়ে ঢাকায় ঢুকছেন। বাস বন্ধ হওয়ায় সীমাহীন ভোগান্তি সয়ে তারা আসছেন কর্মস্থলে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এই বিষয়টি গতকালই বিজিএমইএ’র পক্ষ থেকে পরিস্কার করা হয়েছে। যারা ঢাকা অবস্থান করছেন, বিশেষ করে যারা ঈদে বাড়ি যায়নি ও যারা ২২ জুলাইয়ের মধ্যে ফিরে এসেছেন তাদেরকে নিয়েই তারা (মালিকরা) কারখানা পরিচালনা করবেন। তবে বাইরে থেকে তারা কোনো কর্মীকে নিয়ে আসবে না। যারা এই ৫দিন কাজ করবে না ও যারা বাইরে আছেন তাদের চাকরিতে কোনো রকম সমস্যা হবে না। ৫ তারিখের পর তারা ধাপে ধাপে আসবেন।’

তিনি আরও বলেন, ‘তাদের (বিজিএমইএ নেতা) সাথে যখন কারখানা খোলা নিয়ে আমাদের আলোচনা হয়। তখনও বলা হয়েছিল যারা শুধু ঢাকাতে বা কারখানার আশপাশে অবস্থান করছেন তারাই যোগ দেবেন বলে সিদ্ধান্ত (কারখানা খোলা) নেয়া হয়েছে।’

মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়ার ঘোষণা দিয়ে শুক্রবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

(ঊষার আলো-আরএম)