UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, সুতরাং সিন্ডিকেটের সাথে ‘নো কম্প্রোমাইজ’

ঊষার আলো ডেস্ক
আগস্ট ২৮, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সচিবালয়ে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা

জ্বালানি, সার এবং খাদ্যপণ্যসহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হলে ডলার সঙ্কট হবে না বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এলসির সমস্যা রাতারাতি কেটে যাবে না। তবে ধীরে ধীরে তা কমে আসবে।তিনি বলেন, এই সরকার কোনো রাজনৈতিক সরকারও নয়, প্রশাসনিক সরকারও নয়।

এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের কারো প্রতি কোনো রাগ-অনুরাগ নাই। এই সরকারের কোনো এজেন্ডাও নেই। তাই জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সাথে কোনো কম্প্রোমাইজে যাবে না সরকার। তাই বাজার সিন্ডিকেটের সাথে নো কম্প্রোমাইজ।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে। এই গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেয়ার নির্দেশনা দেয়া হবে।