UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমার দেশ খুলনা অফিসে আইইবি সভাপতি

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো পরিদর্শন করেছেন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)’র চেয়ারম্যান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) সভাপতি ও রাজউক সদস্য (এস্টেট) ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। আজ মঙ্গলবার একদিনের সফরে খুলনায় এলে সকালে নগরীর আহসান আহমেদ রোডে অবস্থিত পত্রিকা অফিসে আসেন। এ সময় তাকে স্বাগত জানান আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।

ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু পত্রিকা অফিস ঘুরে দেখেন এবং সবার সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় খুলনা প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, আইইবি খুলনার সম্মানী সম্পাদক ও অ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জুয়েল, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জামালুর রহমান মিঠু, ইঞ্জিনিয়ার তাওফিক, আমার দেশ’র স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটো সাংবাদিক মো: সেলিম গাজী উপস্থিত ছিলেন।

ঊ/আ-এইচআর