UsharAlo logo
শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমি বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনেন না : আতিকুলের ক্ষোভ

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

আজকে কোন মামলা? কয়টা মামলা হয়েছে? ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক আতিকুল ইসলামের এমন প্রশ্নের জবাবে তার এক আইনজীবী বলেছেন, স্যার, ৬০টার মতো মামলা হয়েছে।

পাশে থাকা আরেক আইনজীবী বলেন, না স্যার। ৫৬টার মতো মামলা হয়েছে৷ তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাদীকে চিনি না; বাদীও আমাকে চেনে না।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন৷

এদিন আতিকুলকে আদালতে হাজির করা হয়। এরপর বাড্ডা থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়৷পরে পুলিশ পাহারায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়৷

এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। আতিকুল ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র। আওয়ামী লীগের মনোনয়নে তিনি মেয়র হন।

ঊষার আলো-এসএ