UsharAlo logo
শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমেরিয়ার কৃষির সফলতা বিশ্বের কাছে একটি মডেল স্বরুপ

pial
মে ২৯, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : স্পেনের আলমেরিয়ার কৃষি মডেল বাংলাদেশে প্রয়োগ করলে টেকসই কৃষিভিত্তিক উন্নয়ন করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, স্পেনের দরিদ্র প্রদেশ আলমেরিয়ার কৃষির উন্নয়ন বাংলাদেশের জন্য অনুসরণীয় হতে পারে। স্পেনের আলমেরিয়া প্রদেশ কৃষি খাতকে উন্নত করার জন্য একটি মডেল নির্বাচন করে তা বাস্তবায়ন করে সফল হয়েছে ও বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্পেনের আলমেরিয়া চেম্বারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কৃষি বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে ২৩মে থেকে ২৫ মে স্পেনের আলমেরিয়া প্রদেশ সফর করে। সফরকালে স্পেনের বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল উইং ও স্পেনের আলমেরিয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা এই আলোচনা সভায় অংশ নেন।

শনিবার (২৮ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, আলমেরিয়া কৃষির সফলতা
পুরো বিশ্বের কাছে একটি মডেল। বাংলাদেশের মাটি খুবই উর্বর এবং কৃষির জন্য উপযোগী।তাই কৃষিতে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা আলমেরিয়ার কৃষি মডেল বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি।

(ঊষার আলো-এসএইস)