UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগ নেতা এসএমএ রবের শাহাদত বার্ষিকী পালিত

pial
আগস্ট ১১, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহষ্পতিবার (১১ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা সমাজ সেবক ও আওয়মী লীগ নেতা শহীদ এস এম এ রব এর ২২ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ভোর থেকে আরাফাত আবাসিক জামে মসজিদ ও এতিমখানাসহ মাদ্রাসায় কুরআনখানী। এতিম শিশুদের মাধ্যে খাবার বিতরণ। বেলা ১১ টায় বসুপাড়াস্থ মরহুমের কবর জিয়ারত,ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বাদ যোহর বায়তুন নুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা,রব স্মৃতি পরিষদের উপদেষ্টা ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান,রব পুত্র এসএম আরিফুর রহমান মিঠু,নগর আওয়ামী নেতা মফিজুল ইসলাম টুটুল, এসএম আকিল উদ্দিন, সংগঠনের সভাপতি আলহাজ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুবলীগনেতা আশফাকুর রহমান রাজিব, এম এ গফ্ফার খান, নিজামুর রহমান লালু, তোবারক হোসেন তপু, হায়দার আলী,কাজী শফিকুর রহমান, মনিরুজ্জামান, এসএম নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়া মরহুমের পরিবার, বৃহত্তর নোয়াখালী জনকল্যান সমিতি ও এসএমএ শপিং কমপ্লেস্কে পৃথক পৃথক কর্মসুচি পালিত হবে।

(ঊষার আলো-এফএসপি)