UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আশা করি পণ্যের দাম দ্রুতই কমে আসবে: গভর্নর

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, একটা নতুন সরকার গঠন করার পর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে, এত সহজ নয় বিষয়টি।

মূল্যস্ফীতি কমলেও জিনিসপত্রের দামে প্রভাব পড়তে সময় লাগে এক থেকে দেড় বছর। আশা করছি, আমাদের এত সময় লাগবে না।  সরকার নিত্যপণ্যের দাম কমাতে যথেষ্ট চেষ্টা করছে। এখানে হটকারীর সুযোগ নেই।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমদানি সহজ করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে আমদানি বাড়িয়ে দেয় সেটার জন্য এলসি সহজ করা হয়েছে।  বাজারে পণ্য সরবরাহের ঘাটতি নেই। আশা করছি দ্রুতই পণ্যের দাম কমে আসবে। রোজাকে সামনে রেখে আমদানিকারক ব্যবসায়ীরা যাতে পণ্য আমদানিতে সংকটে না পড়ে বাংলাদেশ ব্যাংক তা দেখছে।’

আহসান এইচ মনসুর বলেন, গতমাসে মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ হয়েছিল। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এটা কমাতে কাজ করছে সরকার।

গভর্নর বলেন, ‘সরকার আশাবাদী মূল্যস্ফীতি নিয়ে। কারণ আন্তর্জাতিক পণ্যের দাম বাড়েনি। এ জন্য আমদানি পণ্যের দাম বাড়েনি।’

 ‘রোজার আগে কিছু নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হবে। এর মধ্যে চালের মূল্য অন্যতম।’

আহসান এইচ মনসুর বলেন, ‘বর্তমানে পৃথিবীর অনেক দেশে চালের দাম কম আছে। ডিউটি জিরো করে দেওয়ার পরও আমদানি জিরো আছে। দাম বাড়ছে না বলেই আমদানি করছে না। সরকার চায় চালের দাম কমুক। কিন্তু কৃষকের লাভও বেড়েছে।’

গভর্নর বলেন, ‘বন্যার কারণে অনেক পণ্য নষ্ট হওয়ায় গত মাসে মূল্যস্ফীতি বেড়েছিল। তবে এটা সাময়িক। রোজাকে সামনে রেখে অতি প্রয়োজনীয় পণ্যের আমদানির অনুমতির জন্য এলসি মার্জিন না নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোজায় প্রয়োজনীয় ৫ থেকে ৬টি পণ্যের জন্য এই এলসি মার্জিন না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে ছোলা, তেল, চিনি ও খেজুর রয়েছে।’