UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আহত ফুলতলা বিএনপি নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান

koushikkln
অক্টোবর ২৬, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় জখম ফুলতলা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকালে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদীন নেতাকর্মীদের কাছে নগদ অর্থ ও উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, এসএ রহমান বাবুল ও আশরাফুল আলম খান নান্নু, জেলা বিএনপি’র সদস্য হাসনাত রিজভী মার্শাল, মোঃ মনির হাসান টিটো মোল্লা, ওয়াহিদুজ্জামান নান্না, জামাল ভুইয়া, রফিকুল ইসলাম, সাব্বির হোসেন রানা, ইকবাল হোসেন, বিদ্যুৎসহ চিকিৎসা সেবা উপকমিটির নেতৃবৃন্দ।