UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা কর্তৃক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দির আসামী গ্রেফতার

pial
সেপ্টেম্বর ২৬, ২০২২ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ‘খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড’ হতে লোহার এ্যাংগেল, জিআই তার ও লোহার রড চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র কোম্পানির প্লান্ট ইনচার্জ জনাব মশিউল আজম বাদী হয়ে খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ০১ টি চুরি মামলা দায়ের করেন।

যাহা খালিশপুর থানার মামলা নাম্বার ২৭/৯৯, তারিখ-২৬/০৪/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০। আই.পি-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ এম আল মামুদ উক্ত মামলার তদন্তভার গ্রহণ করতঃ তদন্ত কার্যক্রম শুরু করেন।

উক্ত মামলায় গত ১৩ তারিখে গ্রেফতারকৃত আসামী দিঘলিয়ার সেনহাটি শিববাড়ি মসজিদপাড়া এলাকার মোঃ অপু মোল্লা যুবরাজ (২৪), গ্রেফতারকরতঃ ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তার স্বীকারোক্তিমূলে পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশে ইন্সপেক্টর (নিঃ)/ মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃত্বে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ২৬/০৯/২০২২ খ্রিঃ তারিখে নতুন রাস্তা, দৌলতপুর এলাকা থেকে উক্ত মামলার অপর আসামী দিঘলিয়ার সেনহাটি শিববাড়ি মসজিদপাড়া এলাকার মোঃ ফেলু শেখ শুকুর শেখ (৩৪) কে গ্রেফতার করা হয়।

(ঊষার আলো-এফএসপি)