ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার (২০ ডিসেম্বর) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার দিবাকালীন মোবাইল -০২ ডিউটি টিমের সদস্যরা ডিউটি করাকালীন, সময় সকাল সাড়ে ১০টার দিকে বেতার মাধ্যমে সংবাদ পেয়ে খালিশপুর জুট মিলস্ লিমিটেড, বিআইডিসি রোড, খালিশপুর, খুলনা এর সিকিউরিটি গার্ড সৈয়দ শাহেল (৩৪) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে। তিনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে। তাঁকে অসুস্থ অবস্থায় খালিশপুর জুট মিলস্ লিমিটেডের পুরাতন কলোনি (বাসা নং -১৯) থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ডিউটি টিমের সদস্যরা অসুস্থ ব্যক্তির অভিভাবককে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনা সম্পর্কে অবহিত করেন।অসুস্থ ব্যক্তিকে তার সহকর্মীর হেফাজতে প্রদান করে হাসপাতাল ত্যাগ করেন।