UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইশরাকের ৪ শব্দের পোস্টে সবাই বলছে ইনশাল্লাহ!

usharalodesk
ডিসেম্বর ১, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্টের কমেন্ট বক্সে অধিকাংশ ইউজার লিখছেন, ইনশাল্লাহ।

পোস্টে  এই তরুণ রাজনীতিক লিখেছেন, ‘সবখানে ধাওয়ায় দিতে হবে।’ তবে মাত্র চার শব্দের এই পোস্টের মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা জানা যায়নি।

তবে ৯ ঘণ্টা আগে দেওয়া পোস্টটিতে প্রায় দুই হাজার কমেন্টস পড়েছে। যাদের বেশিরভাগই বলছেন, ইনশাল্লাহ।

এর আগে গত বুধবার ইশরাক হোসেনের দেওয়া একটি পোস্ট শেয়ার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

স্ট্যাটাসটি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এটা প্রজন্মের লড়াই। নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত। ঐক্যবদ্ধ, প্রতিরোধ এবং পুনর্গঠন।’

আর ওই পোস্টে ইশরাক হোসেন লেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কীসের অধিকার?

এতে আরও লেখা ছিল, আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলব, আবার তাদের প্রতি নমনীয় হবো বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো তা চলবে না। কিঞ্চিৎ সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না। তাই দল মত ধর্ম নির্বিশেষে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি।

ঊষার আলো-এসএ