UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইশা ছাত্র আন্দোলন খুলনা সদর থানার সুন্নাত সামগ্রী ও ইফতার বিতরণ

ঊষার আলো
মে ৬, ২০২১ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিকেল ৫ টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা সদর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার (৬ মে) নগরীর ডাকবাংলা ও ফেরিঘাট মোড়ে সুন্নাত সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।
থানা সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোহাম্মাদ মঈনুল ইসমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি মাহদী হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সদর থানার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ, অর্থ ও কল্যাণ সম্পাদক আল আমিন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক উসামা আবরার, কওমি মাদ্রাসায় বিষয়ক সম্পাদক মেশকাত, কলেজ বিষয়ক সম্পাদক মাসুম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)