UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

 ইসলামী আন্দোলনের সমাবেশ বাইতুন নূর মসজিদ চত্বরে

koushikkln
অক্টোবর ২৭, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম- দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, বন্ধকৃত মিল কলকারখানা চালু, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং জাতীয় মহাসমাবেশে পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে-  ২৮ অক্টোবর শুক্রবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বাদ জুম্মা শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ হওয়ার কথা থাকলেও প্রশাসনিক অনুমতি না পাওয়ায় নগরীর বায়তুন নূর মসজিদ চত্বর, নিউমার্কেটের সামনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সিটি কর্পোরেশন কর্তৃক সোনালী ব্যাংক চত্বরের অনুমতি পাওয়া সত্ত্বেও প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় নগরীর বাইতুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, কেন্দ্রীয় সহ সংগঠনিক সম্পাদক মাওঃ শোয়াইব হোসেন।
আজকের এই বিশাল সমাবেশ বাস্তবায়নে নগর ও জেলা কমিটি ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, নগরীতে সমাবেশ সফলে প্রচার মাইক, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল ও প্রচার পত্র বিলি, এলাকায় এলাকায় প্যানা,ফেস্টুন লাগানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ নগরীর পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট, ডাকবাংলা, পিকচার প্যালেস, ক্লে রোড, হেলাতলা ও বড়বাজার।
ইসলামী শ্রমিক আন্দোলন নগরীর গল্লামারি বাজার ও রুপসা মাছ বাজার, রূপসা স্টান্ড রোড।
ইসলামী যুব আন্দোলন নগরীর ময়লাপোতার মোড়, ফারাজিপাড়া রোড, সান্ধ্য বাজার, শেরেবাংলা রোড, নিরালা বাজার।
ইসলামী ছাত্র আন্দোলন পাওয়ার হাউজ মোড়, শিববাড়ি মোড়, নিউমার্কেট, এ ছাড়া জেলার রুপসা, দিঘলিয়া,ডুমুরিয়া, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা, ফুলতলার বিভিন্ন বাজার ও সড়কে লিফলেট বিতরণ করা হয়।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন শিকারী, নগর সহ-সভাপতি ইকবাল মাহমুদ, কে এম রশিদ আহমদ, মুহা আল আমিন বিডিআর, মুফতী মুফিদুল ইসলাম,মুহা ইব্রাহিম খলিল, মুহা আজিজুল ইসলাম, মুহা জুবায়ের হোসেন, মুহা মকবুল হোসেন, আলহাজ্ব ফজলুর রহমান, মোঃ আব্দুর রহিম, মাওঃ গোলাম মোস্তফা বাঙ্গালী, মুহা দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন সুজন, মুহা আনিসুর, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ হায়দার শেখ, মোঃ সিরাজুল ইসলাম, মুহা কামাল হোসেন, মুহা নাসির ফরাজি, মোঃ আয়নাল মোল্লা, মোঃ কামরুল হোসেন, ইসলামী যুব আন্দোলন খুলনা খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মাওঃ ফরিদ উদ্দিন আযহার, আমজাদ হোসেন, নাজমুল ইসলাম, মমিনুল ইসলাম নসিব, মুহা: মামুনুর অর রশিদ, মুহা:আব্দুস সবুর, শিমুল বেপারী, আলতাফ হোসেন লিটন, মাওলানা মশিউর রহমান, আজাদ হোসেন, আরিফ হোসেন মাহমুদুল আবু বকর, আবুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. মঈন উদ্দীন, জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, নগর সহ সভাপতি মুহা. ইব্রাহীম ইসলাম আবির, জেলা সহ সভাপতি আবু রায়হান, নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুন, মুহা. মাহাদী হাসান মুন্না, মুহা. শাকির হোসেন, আব্দুল্লাহ মুহা. রাগীব, হাসিবুর রহমান, আবুল কাসেম, হাবিবুল্লাহ মিসবাহ, বনি আমিন, মুুহা. আতিক হাসান, মুহা. আনোয়ার হোসেন, মুহা. আব্দুল্লাহ, মুহা. শাকিল খলিফা, মুহা. আল-আমিন প্রমূখ নেতৃবৃন্দ।
আজকের বাইতুন নূর মসজিদ চত্বর, নিউমার্কেটের সামনের সমাবেশ সফলের জন্য খুলনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।