UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র আন্দোলন  খালিশপুর থানার সম্মেলন

koushikkln
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২ টায় খালিশপুর আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা খালিশপুর থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা খালিশপুর থানার সভাপতি মুহাঃ মেহেদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুফতী আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী  মাওঃ ইমরান হুসাইন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শাকির আহমাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, থানা শাখার সেক্রেটারি মাওঃ হাফিজুর রহমান, থানা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রউফ মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন নগর শাখার সাবেক সভাপতি মঈনুল ইসলাম, খালিশপুর যুব আন্দোলন  সভাপতি মোঃ মামুন অর- রসিদ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খালিশপুর থানার সহ সভাপতি বনী আমিন, সাজ্জাদ হুসাইন, নোমান আহমাদ, ওসমান গাজি, নাসির আহমাদ স্বাধিন, রাজু, ইউসুফ সরদার, যোবায়ের আহমাদ, আবু বকর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০২২ সেশনের জন্য নব গঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ বনী আমিন, সহ-সভাপতি হিসেবে আবুল কাশেম ও সাধারণ সম্পাদক হিসেবে নোমান আহমাদের নাম ঘোষণা করা হয়।