UsharAlo logo
রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঊষার আলো
নভেম্বর ৫, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালকসহ একজন আরোহী নিহত হয়েছেন।শনিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬ টায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আটমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলা শহরের দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ ( ২৬) ও নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)। পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, পাবনা শহর থেকে মোটরসাইকেলে চড়ে ঈশ্বরদী যাচ্ছিলেন দুই যুবক।

আটমাইল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ আরোহী দুজনই রাস্তায় ছিঁটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তবে ওই বাসটিকে পুলিশ আটক করতে পারেনি।

ওসি বলেন, নিহত দুজনের পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকার কারণেই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে।

ঊষার আলো-এসএ