UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উজিরপুরে বিদ্যুৎস্পর্শে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

koushikkln
জুলাই ৬, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল): বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন হাওলাদার (৩৫) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মর্মান্তিক এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোতলেব হাওলাদারের ছোট ছেলে নিজাম উদ্দিন হাওলাদার (৩৫) জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ দোকানের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যায় ।
জানা গেছে,ওই সময় তিনি জয়শ্রী বাস ষ্ট্যান্ডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান  হাওলাদার ভ্যারাইটিজ ষ্টোরের ছাদ ঢালায়ের কাজ তদারকী করতে ছাদে উঠলে দোকানের উপর ২ থেকে ৩ ফুট দূরত্বে থাকা পল্লী বিদ্যুৎ’র ১১ হাজার কেভি হাইভোল্টেজের লাইনের তারে অসাবধানতাবশত তার হাত লাগলে ছিটকে নিচে পড়ে যায় । এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার ভাই মেহেদী ও জসিম অভিযোগ করেন,দোকানের উপর থেকে পল্লী বিদ্যুৎ’র হাই ভোল্টেজের লাইন সরানোর জন্য বার বার বললেও কোন কর্ণপাত করেনি পল্লী বিদ্যুৎ অফিস। দোকানের ছাদ ঢালাইয়ের আগে বিদ্যুৎ’র লাইন বন্ধ রাখার জন্য মৌখিকভাবে বললেও তারা লাইন বন্ধ করেনি। পল্লী বিদুৎ কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্ব জ্ঞানহীনতার  ফলে আজ আমার তরতাজা ভাইয়ের প্রান দিতে হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। দলীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন হাওলাদার উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক পদ প্রত্যাশী ছিলেন।