UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উপহারের মূল্য অনুযায়ী বিয়েতে খেতে পারবেন অতিথিরা!

usharalodesk
জুলাই ২০, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিয়ের সাথে খাবারের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমন্ত্রিত অতিথিদের খাওয়ানোটা সামাজিক একটি প্রথা। বিয়ে বাড়িতে সকল অতিথিকেই সাধ্য অনুযায়ী সমান খাবার পরিবেশন করা হয়। তবে উপহারের উপর নির্ভর করে খাবার খেতে পারবেন এমন কথা কখনো কী শুনেছেন? সম্প্রতি এরকম এক ঘটনা নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি এক যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের পরিচিত মানুষদের। তবে সেই বিয়েতে উপস্থিত থাকলেও সকলেই সমান খাবার খেতে পারবেন না। বিয়েতে যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন সেই উপহারের মূল্যের উপরই নির্ভর করবে খাবারের নানা পদ।

সে জন্য বিয়ের নিমন্ত্রণ পত্রের সাথে ওই যুগল একটি ফর্ম পাঠিয়েছেন। সেই ফর্মে লেখা রয়েছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কোন কোন পদ থাকবে মেনুতে। এমনকি সেই ফর্ম ভর্তি করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়।

রেডিটে এক ব্যক্তি এই ফর্মের ছবি শেয়ার করেন। তারপর থেকেই এ ফর্ম ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে সে টাকা দিয়ে নিজে খাবার কিনে খেয়ে নেওয়া ভাল।’

(ঊষার আলো-এফএসপি)