ঊষার আলো প্রতিবেদক : অনুমোদনবিহীনভাবে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী অ্যাপস ”NID Quary” এর প্রস্তুতকারী মাহফুজুর রহমান @ জুয়েল(২৫) কে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। চুয়াডাঙ্গা জেলার আডংঘাটা থেকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর অ্যাপস পরিচালনার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার পূর্বক জব্দ করে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) সোয়া তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা থানাধীন আলমডাংগা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়,০৬ জুলাই র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের স্মারক মূলে জানতে পারে যে, একটি চক্র দীর্ঘদিন যাবৎ এনআইডি সংক্রান্ত অবৈধ অ্যাপস তৈরী এর গুগল প্লে-ষ্টোরে আপলোডের মাধ্যমে অনুমোদনবিহীনভাবে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয় পত্রের ব্যক্তিগত গোপনীয় তথ্য যাচাই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে জনসম্মুখে প্রকাশ করে আসছে। অ্যাপসের মাধ্যমে এনআইডিধারী সকল নাগরিকের ছবিসহ এনআইডির তথ্য উপাত্ত যাচাই ও সার্ভার কপি সরবরাহ করার ফলে জাতীয় তথ্য ভান্ডারে রক্ষিত নাগরিকের তথ্য হুমকির সম্মূখীন হচ্ছে।
র্যাব জানায়, জনগুরুত্বপূর্ণ ও নাগরিকের ব্যক্তিগত তথ্য সমূহ উম্মূক্তভাবে যাচাই অব্যাহত করার মাধ্যমে সরকার রাজস্ব হারাচ্ছে। কুচক্রীমহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য তা ব্যবহার করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি এই সংক্রান্তে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং এই চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রাখে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করতঃ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।