খানজাহান আলী থানার ইর্ষ্টানগেট গাবতলা খেয়াঘাট এলাকায় গতকাল সন্ধা ৬ টায় শ্রীমতি মিতালী দাস নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে ।
এলাকাবাসি জানান এনজিও ও সুদখোরদের চাপে ওই এলাকার কার্তিক দাস এর স্ত্রী গাবতলা বুড়ো মায়ের গাছতলা পুজা মন্দির এর উত্তর পাশে দীপক নন্দীর বাাঁশ বাগানের বাশের সাথে ফিতে দড়ি দিয়ে গলায় পেচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তাকে বেশকিছু সময় ধরে খুজে না পেয়ে , তার স্বামি কার্তিক দাস ও আশপাশের লোকজন বাগানে গিয়ে দেখে গাছের সাথে মিতালী দাস ঝুলে আছে ।
এ সময় স্থানিয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসি আরো জানান ইর্ষ্টানগেট এলকার কতিপয় কেেয়কজন সুদখোর এর কাছ থেকে অধিক মুনাফা নিয়ে মিতালী ও তার স্বামী সুদে টাকা নিয়েছিলো পাশাপাশি এনজিও থেকে তাদের ক্ষ’’দ্র লোন নেওয়া ছিলো অভাবের সংসারে সুৃদখোরদের সুদের টাকা ও কিস্তি নিয়মিত পরিশোধ করতে না পারাতে সুদখোররা তাদের বাড়িতে গিয়ে প্রতিনিয়ত সুদের টাকার জন্য চাপ দিতো। এ নিয়ে সংসারে মনোমালিন্য দেখা দিলে সেই ক্ষোভ থেকে মিতালী দাস নামে ওই গৃহবধু আত্মহত্যা করেছে।
তাদের পরিবারে ১ছেলে ও ১ মেয়ে রয়েছে। খবর পেয়ে খানজাহান আলী থানার এস আই দোলা দে সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালে প্রেরন করেছে ।