UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ছাইদানির প্রেমে পড়েছেন পুতুলকে বিয়ে করা সেই বডিবিল্ডার

usharalodesk
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত বছর একটি সেক্স ডলকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন কাজাখস্তানের এক বডিবিল্ডার। তবে ইউরি টোলোচকো নামের এই বডিবিল্ডার এবার ছাইদানির (অ্যশট্রে) প্রেমে পড়েছেন।

জানা যায়, গত বছরই মার্গো নামের সেই ডলের সাথে ইউরির সম্পর্ক ভেঙে যায়। এরপর নতুন করে ছাইদানির প্রেমের পড়েন তিনি। একটি নৈশক্লাবে এ ছাইদানির দেখা পান ইউরি। তার দাবি, এই ছাইদানিটিকে দেখা মাত্রই তার প্রতি বিশেষ অনুভূতি লক্ষ্য করেন তিনি।

ইউরি আরও বলেন, ‘এটি আমার পছন্দ- এর গন্ধ ও ধাতব ত্বকের স্পর্শ, এটি অসাধারণ। এর ধাতব ত্বকের স্পর্শ আমাকে উচ্ছ্বসিত করে তুলে। আমার ধারণা আপনারা বুঝতে পারছেন এই ছাইদানির কোন বিষয়টি আসলে আমাকে আকর্ষণ করেছে।’

পরবর্তী সময়ে একটি ভিডিও প্রকাশ করেন ইউরি টোলোচকো। এতে ছাইদানির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই বস্তু নিয়ে বলবো।’

প্রায় ৮ মাস প্রেম করে মারগো নামের বিশেষ পুতুলকে বিয়ে করেছিলেন ইউরি। জানা গেছে, কাজাখস্তানের একটি নাইট ক্লাবে প্রথম মারগোর দেখা পেয়েছিলেন ইউরি। এরপর থেকেই সঙ্গী হিসেবে তাকে বেছে নেওয়ার পরিকল্পনা করেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)