UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি বাবু’র মাধ্যমে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন পাইকগাছার ২৫ ব্যক্তি

koushikkln
জুলাই ২৬, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৬ আসনের সংসদ সদস্য  আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে পাইকগাছার আরো ২৫ দুস্থ্য ও অসহায় ব্যক্তি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু ২৫ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১১ লাখ ৮০ হাজার টাকার চেক প্রদান করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি জিয়াউর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আইন শৃংখলা ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।