UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির আদেশ

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৪ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত আদেশ জারি করেছে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এক আদেশে এসকল তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, এবছর খুলনা মেট্রোপলিটন এলাকায় ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।