তেরখাদা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আগামী নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এ সময় তিনি আরো বলেন নির্বাচন এলে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য জামাত-বিএনপিসহ বিভিন্ন দল ও গোষ্ঠী রাষ্ট্র বিরোধী নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়। স্বাধীনতাবিরোধী জামাত বিএনপির এসব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে আগামী নির্বাচনের মাধ্যমে।
তেরখাদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বুধবার (১৪ ডিসেম্বর) সকাল এগারোটায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি তিনি বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপির চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন,মোল্যা জিয়াউর রহমান,এল জি ই ডি কর্মকর্তা ওয়ালিদ ইবনে হাসান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন ও শেখ তবিবুর রহমান, জনাব আলী শেখ,মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোহসিন, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, ছাগলাদাহ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ উজ্জল শেখ, আব্দুল্লাহ আল মাহমুদ সাবু,মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, আব্বাস মোল্লা, মিজানুর রহমান হিরাঙ্গীর, জিল্লুর রহমান নান্নু, শেখ মোঃ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন,শেখ শামীম হাসান,শেখ হুসাইন আহমেদ, আনারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।