UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭মার্চে কুয়েটে বর্ণাঢ্য আয়োজন

koushikkln
মার্চ ৭, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭১ সালের ৭ই মার্চ প্রদত্ত ভাষণের দিনটি “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। ৭ই মার্চ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাস্থ বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর পুস্পমাল্য অর্পণের মাধ্যমে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র-কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখা, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, মাষ্টাররোল কর্মচারী সমিতি, গৌরব ৭১ কুয়েট শাখা।

সকাল সাড়ে ১০ টায় “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদ্যাপন উপলক্ষ্যে অডিটরিয়াম ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ই মার্চ প্রদত্ত ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টরি প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বলেন, “৭ই মার্চের ভাষণই ছিলো বাঙালির মুক্তিযুদ্ধের প্রেরণা। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতির জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নিজ নিজ অবস্থান থেকে সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে”। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, অফিসার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) এর পক্ষে আ ন ম রেজওয়ানুর রহমান, কর্মচারী সমিতি (৩য় শ্রেণী) সভাপতি ইমদাদুল হক, মাস্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মোঃ শামীম রেজা, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ কুয়েট শাখার পক্ষে মোঃ ইমরুল ইসলাম। আলোচনা সভাটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মোঃ রবিউল ইসলাম।