পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : পাইকগাছার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার কে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজারের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল কুদ্দুস উপকারভোগীদের ৩০ কেজির স্থলে ২৯ কেজি করে চাল দিচ্ছিল। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান।
এসময় ইউএনও মমতাজ বেগম ভোক্তা অধিকার আইনের আওতায় ডিলার কুদ্দুস কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন ও পেশকার আব্দুল হাকিম।